সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:৪০ পূর্বাহ্ণ
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার জোড়াতালির বোলিং আক্রমণের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটাররা চরমভাবে ভুগেছেন। ১৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছে পাঁচ উইকেটে।
এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে এবার প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা বোলিং দল আফগানিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার আভাস দিয়েছেন হাথুরুসিংহে।
শনিবার লাহোরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, উইকেটে ভিন্নতা থাকলে দলের কম্বিনেশন নিয়ে ভাবা হবে।
এ প্রসঙ্গে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘আমরা এখানে কেবলই এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেটে ভিন্নতা থাকে তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো।’
হাথুরুসিংহে বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ পৃথিবীর অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি। ব্যাটাররা কিছু সাফল্যও পেয়েছে। এটা নির্ভর করছে নির্দিষ্ট দিনে ছেলেরা কীভাবে পারফর্ম করছে তার ওপর। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।’
ওপেনিংয়ে বাংলাদেশের সেরা দুই ব্যাটার তামিম ইকবাল ও লিটন দাস নেই এশিয়া কাপে। তাদের পরিবর্তে যারা রয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ নাঈম শেখের পারফরম্যান্স ভালো নয়। আগের ম্যাচে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। তবে বিকল্প যারা আছেন তাদের ওপরই আস্থা রাখছেন কোচ।
হাথুরুসিংহে বলেন, ‘টপঅর্ডারে অভিজ্ঞতা না থাকা যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। ইনজুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। যারা দলের সঙ্গে আছে তাদের সমর্থন জানাতে হবে। তাদের প্রতিভা আছে বলেই দলে নেওয়া হয়েছে।’
লাহোরের গরম কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘সমস্যা হবে না। এখানে সবাই এশিয়ার দেশ। আমরা যখন মিরপুরে অনুশীলন করেছি, তখনো গরম ছিল। তাই গরম আমাদের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না।’