আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব!

আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব!

খেলা স্পেশাল

অক্টোবর ২৯, ২০২৪ ৫:৫৮ পূর্বাহ্ণ

ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছেপূরণ হয়নি সাকিব আল হাসানের। নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে চেয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর শুধু ওয়ানডেতেই দেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে তাকে। তবে এবার সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভারতীয় ক্রিকেটবিষয়ক প্ল্যাটফর্ম ক্রিকবাজ জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সাকিবের খেলা আপাতত অনিশ্চিত। সাকিব নিজেই তাদের এ ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে পারেননি।

আফগানিস্তান সিরিজে খেলার প্রশ্নে সাকিব ক্রিকবাজকে বলেছেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিৎ।’ তবে বোর্ড চাইলে খেলতে প্রস্তুত আছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এখনো এই বিষয়ে কিছু নিশ্চিত করেনি। তবে আফগানিস্তান সিরিজ শুরু হতে বেশিদিন বাকি নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষ হতে না হতেই শুরু হবে আফগান সিরিজের ব্যস্ততা। আগামী ৬ নভেম্বর থেকে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা।

প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ছাত্র আন্দোলনে তার নীরবতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এদিকে সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাও দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *