আমার কোনো কাজ এতদিন আটকে থাকেনি: মেহজাবিন

আমার কোনো কাজ এতদিন আটকে থাকেনি: মেহজাবিন

বিনোদন

নভেম্বর ১৭, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ

অবশেষে ‘নীল জলের কাব্য’ মুক্তি পাচ্ছে। আগামীকাল ১৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফরম আই স্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।  এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইর ছাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এক নারীর সমুদ্র দেখার গল্প নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’।

মেহজাবিন বলেন, আমার অভিনয় জীবনে কোনো কাজ এত দীর্ঘদিন ধরে আটকে থাকেনি, এই প্রজেক্ট যত দিন আটকে ছিল। কয়েক বছর ধরেই চাচ্ছি একটু অন্য ধরনের কাজ করতে। কিন্তু গল্প পাচ্ছিলাম না। একটা সময় এই গল্পটা পাই। এখানে আমার যে চরিত্র, সে ছোটবেলা থেকে বড় হয় স্কুল-কলেজ পেরিয়ে সংসার শুরু করে, ওর একটাই ইচ্ছা ছিল, কক্সবাজার যাবে।

অভিনেত্রী বলেন, শুটিংয়ে প্রথম সমস্যাটা আমিই করি। আমার চোখে সমস্যা দেখা দেয়। তারপরও আমরা চাচ্ছিলাম কাজটা করি। কিন্তু ডাক্তারের পরামর্শে আর শুটিং চালিয়ে যেতে পারিনি। এরপর ব্রেকের পর পর ব্রেক হতেই থাকল। মনে হচ্ছিল, এত সুন্দর একটা গল্প দর্শককে দিতে চাচ্ছি, এত বাধা আসছে কেন। অবশেষে গত আগস্টে কাজটা শেষ হয়েছে। আগামীকাল সেটা মুক্তি পাচ্ছে।

পরিচালক শিহাব শাহীন বলেন, তখন ওটিটি মাধ্যম দেশে এত জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই পরবর্তী সময়ে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়। অবশেষে আগামীকাল ‘নীল জলের কাব্য’ মুক্তি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *