আমার সব কিছু পারফেক্ট: পূজা

আমার সব কিছু পারফেক্ট: পূজা

বিনোদন স্পেশাল

নভেম্বর ১২, ২০২৪ ৬:২৫ পূর্বাহ্ণ

আজ এক রকম লুক তো কাল আরেক রকম। প্রতিনিয়ত চেহারায় ভিন্নতা নিয়ে দর্শক আর ভক্তদের সামনে হাজির হতে হয় সিনেমার নায়ক-নায়িকাদের। সেটা কখনো কখনো পর্দার গল্পের চরিত্র হতে, কখনো বা এমনিতেই। অভিনেত্রী পূজা চেরি লুক পরির্তনের মেকআপ নিয়ে বেশ খুঁতখুঁতে স্বভাবের সেটা আগেও বহুবার বলেছেন। শনিবার (৯ নভেম্বর) এবার পাবনায় গিয়ে বললেন।

পূজা বললেন, এর আগেও বলেছি আমি নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপ সম্পর্কে অনেক খুঁতখুঁতে। সবকিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনো জায়গায় মুভ করি না। পারফেক্ট মনে করেছি বলেই আজ এখানে এসেছি।

মেকআপের জন্য দেশেই পারফেক্ট ব্র্যান্ড পেয়েছেন এই অভিনেত্রী। সেই ব্র্যান্ড হচ্ছে রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির কালার কসমেটিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। তাই এই প্রতিষ্ঠানের হয়েই আজ ঢাকা তো কাল সোনারগাঁও ছুটছেন পূজা। আর মানুষকে সচেতন করছেন ভালো মানের কসমেটিকস ব্যবহারের বিষয়ে।

গতকাল পূজা চেরি গিয়েছিলেন পাবনা সদরে। সেখানে কসমেটিকস রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে। সেটা উদ্বোধন করতেই নায়িকা ছুটে যান সেখানে। পাবনা সদরের মহিলা কলেজ রোড, রবিউল মার্কেটের দ্বিতীয় তলায় হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটির যাত্রা শুরু হয় পূজার হাত ধারেই। সঙ্গে ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও হারল্যান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় পূজা চেরি আরো বলেন, দেশব্যাপী হারল্যান স্টোর বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর। যার ফলশ্রুতিতে দেশব্যাপী হারল্যান স্টোরের সব আউটলেটে পাওয়া যাচ্ছে বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার এবং হোমকেয়ার পণ্য। শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত শহর পাবনায় হারল্যান স্টোরের এই আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত।

নায়ক ইমন বলেন, দেশের সব ধরনের মানুষের কাছে অথেনটিক কসমেটিকস পণ্য পৌঁছে দিতে হারল্যান স্টোর প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোক্তাদের মাঝে হারল্যান স্টোর হয়ে উঠেছে স্বস্তি ও আস্থার প্রতীক।

উল্লেখ্য, পূজা চেরি সর্বশেষ ‘ব্ল্যাকমানি’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেন। এই ছবির মাধ্যমে ‘দহন’ ছবির মুক্তির প্রায় পাঁচ বছর পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করলেন তিনি। অন্যদিকে ইমন অভিনীত সবশেষ মায়া’ ওয়েব ফিল্মটি মুক্তি পায়। এটিও নির্মাতা রায়হান রাফীরই নির্মাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *