আয়ের দিক দিয়ে রোনালদোর ধারেকাছেও নেই মেসি-নেইমার

আয়ের দিক দিয়ে রোনালদোর ধারেকাছেও নেই মেসি-নেইমার

খেলা স্পেশাল

অক্টোবর ১৯, ২০২৪ ৫:৫৮ পূর্বাহ্ণ

ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশ আয়ের দিক দিয়ে লিওনেল মেসি-নেইমারদের চেয়ে যোজন যোজন এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, গেল এক বছরে ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করেছেন এই পর্তুগিজ মহারকা।

তালিকায় রোনালদোর পরই অবস্থান করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে রোনালদোর চেয়ে আয়ের দিক দিয়ে অনেকটা পিছিয়ে থাকা মেসি গেল এক বছরে পকেটে পুরেছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার।

ফুটবলের মধ্যে শীর্ষ আয়ের তালিকায় তৃতীয় স্থানে আছে নেইমার জুনিয়র। যদিও তিনি গত বছরের অক্টোবর থেকে এসিএল ইনজুরিতে মাঠের বাইরে আছেন তিনি। ব্রাজিলিয়ান এই তারকা গত এক বছরে আয় করেছেন ১১ কোটি ডলার।

ফোর্বসের এসব পরিসংখ্যানে মূলত মাঠ ও মাঠের বাইরের (বিজ্ঞাপন, স্পন্সর ও অন্যান্য) সকল আয় একত্রে তুলে ধরা হয়েছে।

রোনালদোর সঙ্গে মেসির আয়ের বড় পার্থক্যের মূলে রয়েছে নিজ নিজ ক্লাবে তাদের বেতনের অঙ্ক। পর্তুগিজ তারকা যেখানে প্রতি মৌসুমে সৌদি ক্লাব আল নাসরের কাছ থেকে ২২ কোটি ডলার বেতন পান, সেখানে ইন্টার মায়ামিতে মেসির বেতন বছরে ৬ কোটি ডলার।

ফুটবলারদের আয়ের তালিকায় চতুর্থ স্থানে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা। এই ফরাসি তারকার আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের আয় প্রায় ৯ কোটি ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *