আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪ শতাধিক নিহত

আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪ শতাধিক নিহত

আন্তর্জাতিক

এপ্রিল ১, ২০২৪ ৯:৩৭ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে টানা ১৩ দিনের ইসরায়েলি হামলায় চার শর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে আহত রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন।

আল-শিফা হাসপাতাল অবরোধের সময় ফিলিস্তিনি যোদ্ধারা মর্টার ও রকেট ফায়ার দিয়ে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানের ওপর হামলা চালায়। এর আগে ১৮ মার্চ ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল, হামাসের সিনিয়র সদস্যরা আল-শিফা ভবনটি ব্যবহার করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে সুনির্দিষ্ট হামলা চালানো হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানায়, ইসরায়েলের চলমান হামলায় আল-শিফা হাসপাতালে কমপক্ষে ৩০ হাজার মানুষ আটকা পড়েছে। হাসপাতাল কমপ্লেক্সে আটকা পড়া এসব মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত সাধারণ মানুষ, হাসপাতালের স্টাফ এবং আহত রোগী।

গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফা। এর আগে গত বছরের নভেম্বরে ইসরায়েল এ হাসপাতালে অভিযান চালায়। ওই সময় হামলায় ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *