ইউক্রেন-গাজা নিয়ে মেলোনি-জিনপিং আলোচনা

ইউক্রেন-গাজা নিয়ে মেলোনি-জিনপিং আলোচনা

আন্তর্জাতিক

জুলাই ৩১, ২০২৪ ৯:০৭ পূর্বাহ্ণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন ও গাজা সংঘাত নিয়ে আলোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মেলোনির অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। তারা ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন।

এর আগে গত সপ্তাহান্তে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করেন মেলোনি।

সোমবার মেলোনি ও শি জিনপিংয়ের মধ্য়ে বৈঠক হয়েছে। সেখানে মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসাবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই মাসের গোড়ায় চীনের উদ্য়োগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, যুদ্ধপরবর্তী গাজায় তারা মিলে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন করবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রেও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন। তবে পশ্চিমা দেশগুলো এই মধ্যস্থতা নিয়ে সন্দিহান। আমেরিকাও জানিয়েছে, বেইজিং সম্প্রতি বেশ কিছু জিনিস রপ্তানি করে রাশিয়ার যুদ্ধপ্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে।

এই পরিপ্রেক্ষিতে মেলোনি শি জিনপিংকে বলেছেন, কীভাবে স্থিতাবস্থা আসতে পারে, চীন সেটা দেখুক। কীভাবে শান্তি আনা যায়, সেটা তারা নিশ্চিত করুক।

শি জিনপিং ইতালি ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুই পক্ষই পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও ধৈর্যের ভিত্তিতে নিজেদের উন্নয়নের পথে চলেছে।

মেলোনির অফিস জানিয়েছে, দুই পক্ষই এআই, পরিবেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের মতো বিষয় নিয়েও কথা বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *