তার বয়স মাত্র ২৫। অথচ এরই মধ্যে টি-২০ ফরম্যাটে নিজেকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন রশিদ খান। বলা যায় এই ফরম্যাটের কিংবদন্তি বোলারদের মধ্যেই থাকবে তার নাম। আফগানিস্তানের এই লেগস্পিনার এবার আরো এক বিরল কীর্তি গড়েছেন।
টি-২০ ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রশিদ। বিশ্বজুড়ে টি-২০ লিগগুলোতে ভীষণ কদর রশিদ খানের। ২০১৫ সালে টি-২০ অভিষেক হওয়া রশিদ এখন পর্যন্ত প্রায় ২০টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন।
ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে এবার প্রথমবারের মতো ট্রেন্ট রকেটসে খেলছেন রশিদ। সোমবার পল ওয়াকারকে আউট করে আইকনিক ৬০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন তিনি। তার আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৬৩০ উইকেট)।
রশিদ খানের ৬০০ উইকেট পেতে লেগেছে ৪৩৮ ম্যাচ। ইকোনমি ৬.৫ এবং এভারেজ ১৮.৩। পরিসংখ্যানে তিনি ৬০০ উইকেটের ক্লাবে প্রথম ঢোকা ব্রাভোর থেকে অনেকটাই এগিয়ে আছেন। কোথায় থামবেন রশিদ? উত্তরটা সময়ের হাতেই।