লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরাইল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
টায়ারের আল-হাওশ এলাকায় সংঘটিত হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স।
এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। আল-জাজিরা ভিডিওটির সত্যতা যাচাই করেছে।
এদিকে লেবাননের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি গাজায় ইসরাইলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে মিকাতি বলেন, গাজায় চলমান গণহত্যার মুখে আমরা আমাদের আরব পরিচয় নিয়ে উদ্বিগ্ন।
তিনি বলেন, ফিলিস্তিনিরা একটি মুক্ত ও স্বাধীন রাষ্ট্রে বাস করতে পারলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। ফিলিস্তিন থেকেই এই অঞ্চলের ইতিহাস শুরু হয়েছে।