অক্টোবর ৫, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ
ইসরাইল যদি ইরানে প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরাইলের এনার্জি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে ইরান। শুক্রবার এক বার্তায় এমনটাই জানালেন ইরানের এক কমান্ডার।
ইসলামী বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেন, ইরান যদি হামলার শিকার হয়, তাহলে তারা ইসরাইলের শক্তি এবং গ্যাস কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে।
শুক্রবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা এনএনএন-এ প্রকাশিত তথ্য অনুযায়ী ফাদাভি বলেছেন, দখলদাররা যদি এমন ভুল করে, তাহলে আমরা তাদের সমস্ত শক্তির উৎস, স্থাপনা এবং সমস্ত রিফাইনারি ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করব।
তার এই বক্তব্য ইরানের পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। যা ইসরাইলি হামলার ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া জানানো হবে বলে নির্দেশ করে। সূত্র: মেহের নিউজ এজেন্সি