ইসরাইল অধিকৃত গোলান হাইটসে রকেট হামলা, নিহত ১১

ইসরাইল অধিকৃত গোলান হাইটসে রকেট হামলা, নিহত ১১

আন্তর্জাতিক

জুলাই ২৮, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

ইসরাইল অধিকৃত গোলান হাইটসের একটি ফুটবল মাঠে রকেট হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।

শনিবার ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, একটি রকেট ভূখণ্ডের মাজদাল শামস এলাকায় আঘাত হেনেছে।

এ হামলার জন্য আইডিএফ হিজবুল্লাহকে দায়ী করলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মাদ আফিফ মাজদাল শামস ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। মোহাম্মাদ আফিফ বলেছেন, ‘সব অভিযোগ মিথ্যা।’

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘আমরা সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি হচ্ছি।’

লেবাননে ইসরাইলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়। ইসরাইলি হামলার জবাবে হিজবুল্লাহ ইসরাইলে রকেট ছুড়লেও মাজদাল শামসের রকেট হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

গোলান হাইটসের চারটি গ্রামের মধ্যে মাজদাল শামস একটি, যেখানে প্রায় ২৫ হাজার ড্রুজ জনগণ বসবাস করেন।

১৯৮১ সালে সিরিয়ার গোলান মালভূমি অধিভুক্ত করার সময় তাদের ইসরাইলি নাগরিকত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন তারা তা ফিরিয়ে দেয়। এর ফলে তারা ইসরাইলে পড়াশোনা ও কাজ করতে পারেন, কিন্তু ভোট দিতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *