ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
উজবেকিস্তানে এবার যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হয়েছে ২১ ফেব্রুয়ারী। তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে সকালে দিবসের উদ্বোধন করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। এ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস এবং উজবেকিস্তান স্টেট ইউনিভার্সিটি অব ওয়ার্ল্ড ল্যাংগুয়েজে যৌথ অনুষ্ঠানের আয়োজন করে।
উজবেকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, গবেষক ও তিন শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রদূত ডক্টর মনিরুল ইসলাম ছাড়াও উজবেক ওই বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুহাম্মদ চুতপুলেটভ ও ইউনেস্কো প্রতিনিধি সারা নাশাদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ, উজবেকিস্তান, ভারত, চীন, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ভাষায় গান গেয়ে শোনান। বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর নাজমুল আলমসহ অন্যন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,অন্তর্ভুক্তিমূলকও টেকসই সমাজ বিনির্মানে এবং বিশ্ব শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এগিয়ে নিতে বিশ্ব জুড়েই বহু ভাষা আর সংস্কৃতিবাদকে প্রসারিত করতে হবে।