এক হাসপাতালে এক দিনে ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু

এক হাসপাতালে এক দিনে ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক

অক্টোবর ৩, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ

ভারতের মহারাষ্ট্রে এক রাষ্ট্রীয় হাসপাতালে একদিনে ১২ নবজাতকসহ মোট ২৪ জন মারা গেছেন। মৃতদের মধ্যে অনেকেই সাপের কামড়ে মারা গেছেন বলে জানা গেছে।

শংকররাও চাভান সরকারি হাসপাতালের ডিন জানিয়েছেন, ‌‌‌ছয় মেয়ে ও ছয় ছেলে শিশু গত ২৪ ঘণ্টার মারা গেছে। আর ১২ প্রাপ্তবয়স্কও নানা কারণে মারা গেছে। যাদের মধ্যে অনেককেই সাপে কেটেছিল। এই ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আর বিরোধীরা বলছে এই দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে।

তিনি আরো বলেন, আমদের হাসপাতালটি ছোট, কিন্তু ৭০-৮০ কিলোমিটারের মধ্যে এটিই একমাত্র চিকিৎসার জায়গা। তাই দূর-দূরান্ত থেকে রোগীরা আমাদের কাছে আসেন। কোনো কোনো দিন রোগীর সংখ্যা বেড়ে যায় এবং আমাদের বাজেটের সমস্যায় পড়তে হয়। এটি হাফকাইন ইনস্টিটিউট। আমাদের তাদের কাছ থেকে ওষুধ কেনার কথা ছিল। কিন্তু তা হয়নি। আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীদের দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *