দেশের ফুটবলে বিস্ময়কর নাম বসুন্ধরা কিংস। আর সেটি হবেই বা কেন? একের পর এক ইতিহাস গড়ে নিজেদের শীর্ষে তুলেছে ক্লাবটি। এবার তাদের সামনে আরো বড় কীর্তির হাতছানি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আন্তর্জাতিক সাফল্যও আসতে পারে কিংসদের হাত ধরে।
বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে শারজাহ এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। তবে মাঠে নামার আগে বাংলাদেশের চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সমীহ করছেন শারজাহর কোচ কসমিন ওলারো।
কসমিন ওলারো বলেন, ‘তারা (বসুন্ধরা কিংস) নিজেদের যোগ্যতার প্রমান দিয়েই এখানে এসেছে। প্রতিপক্ষকে সহজ ভাবে দেখার সুযোগ নেই। আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলবো। লড়াইটা সহজ হবে না।’
আগামীকালে ম্যাচ নিয়ে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, ‘অনেক গরম। এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি সবাই। ’
শারজাহর বিপক্ষে ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ হবে কিংসের। এ প্রসঙ্গে অস্কার বলেন, ‘আমরা চেষ্টা করবো যা সুযোগ আসবে তা কাজে লাগাতে। যথাসম্ভব ভালো ফল করার দিকে লক্ষ্য থাকবে আমাদের। এছাড়া মানের দিক দিয়ে আমরা কোথায় আছি তাও পরিষ্কার জানা যাবে।’