কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিয়ে যা বললেন হৃদয়

কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিয়ে যা বললেন হৃদয়

খেলা

ডিসেম্বর ৩০, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

চলতি বছরে টি-২০ ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ ধল। বছরজুড়ে তিন টি-২০ সিরিজের কোনোটিতেই হারতে হয়নি টাইগারদের। ঘরের মাটিতে দাপুটে ক্রিকেট খেলে তিনটি সিরিজ জিতেছে শান্ত-লিটনরা। এবার বছরের শেষ দিনে জয় নিয়ে আরো একটি সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে জয় পেয়েছে বাংলাদেশ। তবে মাউন্ট মঙ্গানুইয়ে গড়ানো দ্বিতীয় ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। স্বাভাবিকভাবেই সিরিজ হারার শঙ্কা আর থাকছে না নাজমুল হোসেন শান্তর দলকে। তবে এখানেই থামতে নারাজ দলের ক্রিকেটাররা।

বছরের শেষ টি-২০ ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন তাওহীদ হৃদয়। তিনি বলেন, ‘চিন্তা ভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ। আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে সেটা ওখানে দেখানোর।’

দলের পরিবেশ নিয়ে টাইগার এ ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ সো ফার, দল যখন রেজাল্ট করে তখন টিমের সবকিছুই ভালো থাকে এটাই স্বাভাবিক।’

আগামী ৩১ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *