কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৬৬, এখনো নিখোঁজ অনেকে

কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৬৬, এখনো নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক

আগস্ট ১, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেরালার ওয়েনাডে ভারি বৃষ্টিপাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ভূমিধসে জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় বহু মানুষ হতাহত হয়েছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৬ ছাড়িয়েছে।

ওয়েনাড জেলার স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পাহাড়ি গ্রাম এবং চা ও এলাচের বাগান থেকে প্রায় ১ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহত হয়েছেন ১৯৫ জন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ২২৫ জন।

ভূমিধসের পর পরই সব সরকারি সংস্থা উদ্ধার অভিযানের কাজ শুরু করে। ঘটনাস্থলে দমকলকর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় মৃতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *