জানুয়ারি ৭, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
নরসিংদীর পাঁচটি আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এদিন ৯৬ বছর বয়সী বৃদ্ধা গোলেছা বেগম কোলে উঠে ভোটকেন্দ্রে যান।
সরেজমিনে দেখা যায়, নরসিংদী-১ (সদর) আসনে মাধবদী পৌর শহরের ৮নং ওয়ার্ডের গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রের নির্বিঘ্নে। সকাল থেকে ৮টা থেকে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নারী পুরুষ ভোটার আসছেন ভোটাররা। এর মাঝে ৯৬ বছর বয়সী বৃদ্ধা গোলেছা বেগম কোলে উঠে ভোটকেন্দ্রে যান।
মাধবদী পৌরশহরের কোতালির চর এলাকার মৃত আম্বর আলীর স্ত্রী গোলেছা বেগম। ভোট শেষে তার মুখে হাসি দেখা যায়।
নরসিংদীর পাঁচটি আসনে পাঁচটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৩১৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা নয় লাখ ৩২ হাজার ১৪৫ জন এবং নারী ভোটার নয় লাখ ১৪৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন।