গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক

আগস্ট ১১, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৩৯ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন আরো ৯২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

ইসরায়েলের তথ্য মতে, ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় আরো ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছেন সশস্ত্র যোদ্ধারা।

জাতিসংঘের তথ্যানুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে সম্প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড এই অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে। এতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *