চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ!

খেলা

নভেম্বর ১২, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ

চলমান ওয়ানডে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে শোচনীয়ভাবে ভেঙেছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন। এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে অজিদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে যে সংশয় ছিল তা দূর হয়েছে।

এ ম্যাচে অস্ট্রেলিয়া যদি ২২.৪ ওভারের মধ্যে লক্ষ্য ছুঁয়ে ফেলতো তাহলে শ্রীলংকার চেয়ে কম নেট রানরেট হতো বাংলাদেশের। তবে সেটি না হওয়ায় ম্যাচ হারলেও টাইগারদের বড় ধাক্কা খেতে হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ অনেকাংশেই নিশ্চিত।

তবে সেটি এখনো আনুষ্ঠানিক নয়। রোববার (১২ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে চলতি বিশ্বকাপে সেরা ছন্দে থাকা ভারত। সেই ম্যাচে ডাচদের বিপক্ষে রোহিত শর্মার দল জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *