ছাত্র আন্দোলনে সমর্থন না দেওয়ার কারণ জানালেন চঞ্চল চৌধুরী

ছাত্র আন্দোলনে সমর্থন না দেওয়ার কারণ জানালেন চঞ্চল চৌধুরী

বিনোদন স্পেশাল

আগস্ট ১০, ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা, তখন অভিনয় জগতের অনেকে এ নিয়ে সরব হলেও নীরব ছিলেন চঞ্চল চৌধুরী। যা নিয়ে সমালোচিতও হতে হয়েছে তাকে। এবার সেই ইস্যুতেই মুখ খুলেছেন তারকা এ অভিনেতা। জানিয়েছেন কেন তিনি তখন কোনো মন্তব্য করতে পারেননি।

তিনি আরও লিখেছেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’

তার এমন পোস্টের পর অবশ্য তাকে সমর্থন জানানোর বিপরীতে নেতিবাচক মন্তব্যই বেশি শুনতে হয়েছে তাকে। সরকার পতনের পর এখন কেন এসব বলছেন তিনি সেই প্রশ্নও তুলছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *