মিয়ানমারের বিপর্যস্ত সামরিক সরকার জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাসের জন্য বাড়িয়েছে।
বুধবার দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম মায়াওয়াদ্দি জানিয়েছে, সামরিক নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জান্তাকে ভোটার তালিকার জন্য জনসংখ্যার তথ্য সংগ্রহে আরো সময় দেওয়ার জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। জান্তা আগামী বছর জাতীয় নির্বাচন করবে বলে জানিয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। ঐ বছর সামরিক বাহিনী দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রতি ছয় মাস পর পর জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। কারণ দেশটিতে এখন প্রতিবাদ আন্দোলন সশস্ত্র বিদ্রোহে রূপান্তরিত হয়েছে।
সর্বশেষ জরুরি অবস্থার মেয়াদ সম্পর্কে জান্তা বলেছে, চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা প্রয়োজন।