ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
মিয়ানমার সীমান্তে চলমান পরিস্থিতির কারণে শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন।
তবে জেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজার থেকে তিনটি জাহাজ যথারীতি কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচল করবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, উদ্ভূত সীমান্ত পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তবে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে জাহাজ চলাচল করবে।
তিনি বলেন, এটি সাময়িক সিদ্ধান্ত এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।