ঠোঁট ফাটছে? বাড়িতেই বানিয়ে ফেলুন লিপ বাম

ঠোঁট ফাটছে? বাড়িতেই বানিয়ে ফেলুন লিপ বাম

লাইফস্টাইল স্পেশাল

নভেম্বর ২১, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ

দুয়ারে শীত। এরই মধ্যে ঠোঁট ফাটতে শুরু করে দিয়েছে। অনেকেই ঠোঁট ফাটা থেকে রক্ষা পাওয়ার জন্য নানা প্রসাধনী ব্যবহার করছেন। কিন্তু বাড়িতেও খুব সহজে লিপ বাম তৈরি করা সম্ভব।

বাড়িতে অর্গানিক লিপ বাম বানাবেন, রইল টিপস-

১. এক চামচ গোলাপ জলে একটা ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে নিন। একটি শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। রাতে শোওয়ার আগে এই তরল ঠোঁটে মেখে হালকা হাতে মাসাজ করুন। দেখবেন এতে ঠোঁটের শুষ্কতা কমবে এবং ঠোঁট উজ্জ্বল হবে।

২. দু চামচ অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিন এক চামচ মধু।  রাতে শোওয়ার আগে ঠোঁটে লাগিয়ে মাসাজ করুন। ঠোঁট ফাটা কমবে।

৩. এক চামচ গ্লিসারিনের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। তরলটি শিশির মধ্যে মিশিয়ে রাখুন ফ্রিজে। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে মেখে নিন। দেখবেন ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

৪. আমরা ঠোঁট শুকিয়ে গেলেই জিভ দিয়ে ভিজিয়ে নিই। থুতুতে এক ধরনের অ্যাসিডজাতীয় উপকরণ থাকে, যাতে ঠোঁটের রং বদলে যায়। পাশাপাশি এটি ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে ফেলে। একটা ছোট্ট শিশিতে মধু ভরে রাখুন। বাইরে বের হলে ব্যাগে রাখুন। যখনই ঠোঁট শুকিয়ে যাবে, তখনই ঠোঁটে লাগিয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *