অক্টোবর ১৪, ২০২৪ ২:৪৬ পূর্বাহ্ণ
রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৪ অক্টোবর) ঢাকার একটি অভিজাত হোটেলে নিজেদের দল সাজাতে ড্রাফটে অংশ নেবে বিপিএলের সাত দল। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তি এবং আগের আসর থেকে কিছু খেলোয়াড় ধরে রাখার মাধ্যমে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছিল দলগুলো।
জানা গেছে, চিটাগং কিংস ছাড়া বাকি ছয় দল এখনো আনুষ্ঠানিকভাবে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তির তথ্য দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলকে। তবে দলগুলো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেশি-বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তির খবর প্রকাশ করেছে।
সেসব আপডেট নিয়েই সাজানো হয়েছে এই প্রতিবেদন।
একনজরে ড্রাফটের আগে বিপিএলের ৭ দল
ঢাকা ক্যাপিট্যালস
সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, স্টেফেন এসকিনাজি, আমির হামজা, থিসারা পেরেরা, জনসন চার্লস,
চিটাগং কিংস
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো
দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তি: এনামুল হক, জিসান আলম
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি: তাওহিদ হৃদয়, মোহাম্মদ নবী
ধরে রাখা: তামিম ইকবাল, মুশফিকুর রহিম
সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তি: জাকের আলী
ধরে রাখা: তানজিম হাসান, জাকির হাসান
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ
ধরে রাখা: আফিফ হোসেন, নাসুম আহমেদ
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন, খুশদিল শাহ
ধরে রাখা: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান