থাইল্যান্ডে মার্কেটে আগুন, ১০০০ পোষা প্রাণীর মৃত্যু

থাইল্যান্ডে মার্কেটে আগুন, ১০০০ পোষা প্রাণীর মৃত্যু

আন্তর্জাতিক

জুন ১২, ২০২৪ ৮:৪৫ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জনপ্রিয় চাতুচাক মার্কেটে আগুন লেগে ১ হাজার পোষা প্রাণী মারা গেছে। মঙ্গলবার (১১ জুন) ভোরে মার্কেটটির শতাধিক পশু-পাখির দোকানে এ আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ব্যাংককের চাতুচাক মার্কেটে আগুনের সূত্রপাত হয়। এতে এক হাজার পশু-পাখি পুড়ে মারা গেছে। এদের মধ্যে রয়েছে, পাখি, কুকুর, বিড়াল, সাপ, ইদুঁর, অজগর ও গিরগিটিসহ অনেক প্রাণী।

তবে এতে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাতুচাক মার্কেটের যে অংশে পোষা পশু-পাখির দোকান, সেখানকার ১১৮টি দোকান আগুনে পুড়ে গেছে।

চাতুচাক মার্কেটের অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে পোষা প্রাণীগুলো বিক্রি করা হচ্ছিল। এতে প্রাণীদের রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বাড়ছিল। এ নিয়ে সমালোচিত হয়ে আসছিল দোকানগুলো।

এজন্য দেশটির বিভিন্ন মহল থেকে মার্কেটটির পোষা পশু-পাখির দোকান বন্ধের আহ্বান দীর্ঘদিন ধরেই জানানো হচ্ছিল। এ ভয়াবহ আগুন লাগার ঘটনাটি আবারও সেই আহ্বানকে মনে করিয়ে দিল।

চাতুচাক মার্কেটটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মার্কেট। এ মার্কেটের সরু সরু গলিতে হাজার হাজার দোকান। মার্কেটটির পোষা পশু-পাখির দোকানগুলো সারা সপ্তাহজুড়ে খোলা থাকলেও অন্য দোকানগুলো সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *