এপ্রিল ১৪, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ
মনের ভাব প্রকাশের জন্য ভাবের সুবিন্যস্ত সুনির্দিষ্ট এবং সঠিক অর্থবহ শাব্দিক অভিব্যক্তি হচ্ছে ভাষা। আর সব মানুষই অন্তত একটি ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নির্দিষ্ট একটি ভাষার সঙ্গে জড়িয়ে আছেন ২ বোন।
কিন্তু অবাক হবেন জেনে যে, শুধু তারা ২ বোন ছাড়া আর কেউই জানেন না সে ভাষা। চলুন তাদের কাছ থেকেই শুনি বিস্তারিত।
‘আমরা ২ বোন আছি। আমরা মারা গেলে এই ভাষাও শেষ হয়ে যাবে। আমাদের ২ বোনের মতো কেউ আর কথা বলতে পারবে না’। চা শ্রমিক ক্রিস্টিনা কেরকেট্টার এ আক্ষেপ যেন বাংলাদেশ থেকে একটি ভাষা হারিয়ে যাবার ঘোষণা দিচ্ছে।
ক্রিস্টিনা ও তার বোন ভেরোনিকা কেরকেট্টা খাড়িয়া ভাষা নিয়ে বলছিলেন। তাদের কথায় স্পষ্ট বোঝা যায়, খাড়িয়া ভাষা বাংলাদেশে কতটা হুমকির মুখে রয়েছে।
খাড়িয়া ভাষাটি পারসি ভাষা হিসেবেও পরিচিত। খাড়িয়া সমাজ প্রধান, ভাষা গবেষকরা জানান বাংলাদেশে এই ২ বোনই কেবল অনর্গল খাড়িয়া ভাষায় কথা বলতে পারেন।
সূত্র: বিবিসি বাংলা