নভেম্বর ১৮, ২০২৩ ৮:২০ পূর্বাহ্ণ
২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষ হতে চলল। রোববার ফাইনাল। এই ম্যাচ বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে হবে। যেখানে এক লাখ ৩০ হাজার দর্শক বসে খেলা উপভোগ করতে পারবেন। এত বড় স্টেডিয়াম তৈরি করতে কত টাকা খরচ হলো, এই প্রশ্নের উত্তর অনেকের অজানা।
উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য অনুসারে, অস্ট্রেলিয়ার বিখ্যাত সংস্থা পপুলাস গোটা স্টেডিয়াম ডিজাইন করে। আর তৈরি করেছে প্রখ্যাত ইমারতি সংস্থা লারসেন অ্যান্ড টারবো। এই স্টেডিয়াম নির্মাণ করতে প্রায় ১০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। ভারতীয় মুদ্রায় ৮০০ কোটি রুপি। এর আগে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ছিল মেলবোর্ন।