নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ সেরা শরিফুল

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ সেরা শরিফুল

খেলা

ডিসেম্বর ৩১, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের মাটিতে টি-২০তে জয়খরা কাটানোর পর প্রথমবারের মতো সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া হলেও সিরিজ হারেনি সফরকারীরা।

আজ (রোববার) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ডি/এল মেথডে ১৭ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছে কিউইরা।

সিরিজ শেষে দারুণ এক স্বীকৃতি পেলেন পেসার শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ম্যান অব দ্য সিরিজ হলেন টাইগার এই পেসার।

গত বুধবার (২৭ ডিসেম্বর) সিরিজের প্রথম টি-২০তে ৫ উইকেটের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে ১ ওভার ২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এরপর বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে ফিন অ্যালেনের উইকেট শিকার করেন শরিফুল। আজ সিরিজের শেষ ম্যাচে অল্প পুঁজি নিয়েও ২ উইকেট তুলে নিয়ে জয়ের আশা দেখিয়েছিলেন শরিফুল। তিন সংস্করণ মিলিয়ে চলতি বছর ৩২ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন তিনি।

সিরিজ জয়ের লক্ষ্যে আজ শুরুতে ব্যাট করতে নেমে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বড় রানের মাঠেও সফরকারীরা মাত্র ১১০ রান তুলতে পেরেছিল। তবুও জয়ের আশা দেখিয়েছিলেন শেখ মেহেদী ও শরীফুল ইসলামরা।

শেষদিকে ঝড় তুলে সেই জয় প্রায় ছিনিয়ে নেন নিউজিল্যান্ডের ব্যাটার জিমি নিশাম। যদিও বৃষ্টি আগেই ম্যাচ শেষ করে দিয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৫ রান তুলেছিল স্বাগতিকরা। তখনই তারা ১৭ রানে এগিয়ে ছিল।

গ্যালারিতে দর্শকদের মাঝে ছুটোছুটি ফেলে দেওয়া ঝেড়ো বৃষ্টি আর ক্রিকেটারদের মাঠে নামতে দেয়নি। ফলে ১৭ রানে জিতে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। এর আগে বে ওভালে আগে ব্যাটিং করা কোনো দলই (৮ ম্যাচ) হারেনি, যেখানে বাংলাদেশই প্রথম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *