পাকিস্তানে সংবিধান সংশোধনীর বিরুদ্ধে পিটিশন খারিজ

পাকিস্তানে সংবিধান সংশোধনীর বিরুদ্ধে পিটিশন খারিজ

আন্তর্জাতিক

অক্টোবর ১৮, ২০২৪ ৬:৪৫ পূর্বাহ্ণ

প্রস্তাবিত ২৬তম সংবিধান সংশোধনীকে চ্যালেঞ্জ করে করা পিটিশন খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওই সংশোধনী প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান বার কাউন্সিলের বর্তমান সদস্য আবিদ এস জুবাইরি ও কাউন্সিলের অন্য সদস্যরা। ১৬ই সেপ্টেম্বর তারা এ সংশোধনীকে চ্যালেঞ্জ করেছিলেন।

এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, বহুল আলোচিত সাংবিধানিক প্যাকেজের মধ্যে সরকার অন্য সব বিষয়ের মধ্যে একটি ফেডারেল সাংবিধানিক কোর্ট স্থাপন এবং প্রধান বিচারপতির মেয়াদ তিন বছর করতে চায়। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে তিন বিচারকের সুপ্রিম কোর্টের বেঞ্চ শুনানি করে। শুনানির সময় আইনজীবী হামিদ খান বেঞ্চের কাছে এই পিটিশন প্রত্যাহারের অনুরোধ করেন।

এ পর্যায়ে পিটিশনকারীরা কেন শুধু একজন আইনজীবী হামিদ খানকে নিযুক্ত করেছে তাতে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, হামিদ খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *