পাকিস্তান ক্রিকেট

পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে গেছে: রমিজ রাজা

খেলা

নভেম্বর ১৪, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে ভরাডুবি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। এতটাই বাজে যে বিশ্বকাপের প্রথম পর্ব শেষে ভারত ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হয়েছে বাবর-রিজওয়ানদের। বিশ্বমঞ্চে শোচনীয় বিদায়ের পর থেকেই তীব্র সমালোচনার শিকার হচ্ছেন মেন ইন গ্রিনরা।

বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর থেকেই বিপাকে আছে পাকিস্তান দল। নিজ দেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এবার সে তালিকায় যুক্ত হলেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে।’

কাঙ্খিত জয় না পেয়ে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে পাকিস্তান।  শনিবার তারা ইংল্যান্ডকে নির্দিষ্ট সীমায় থামানোর পরিবর্তে ৯৩ রানে পরাজিত হলে তীব্র সমালোচনার মুখোমুখি হয়।

নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারমান বলেন, ‘বোলাররা যখন নতুন বলে উইকেট নিতে পারে না, বেশি রান দেয় তখন ক্যাপ্টেন বাবর আজম কি করবেন? পিসিবি কিছু ক্রিকেটার জড়ো করে তাদেরকে বলছে, সংকট থেকে কিভাবে বের হয়ে আসা যায়?’

রমিজ আরো বলেন, ‘এদেরকে বোর্ডের দায়িত্ব দিল কে? তাদের কাজ কি শুধু একত্রে জড়ো হয়ে অধিনায়ক, কোচিং স্টাফদের পরিবর্তন করা! আর সবাই মনে করছে তারা বড় পদক্ষেপ নিয়েছে।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সংবাদ ফাঁস করা বন্ধ করার আহ্বান জানান। সেই সঙ্গে বড় ইভেন্টের আগে বিবৃতি না দেওয়ারও কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *