আগামী নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
এবার টেস্ট সিরিজের আগে অ্যান্টিগায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর।
এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ঠিকানা হবে সেন্ট ভিনসেন্ট। ম্যাচ তিনটি ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেন্ট ভিনসেন্টে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ২৩, ২৫ ও ২৬ মে জ্যামাইকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ।
আগস্টে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে প্রোটিয়ারা। এরপর অক্টোবর-নভেম্বরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে ইংল্যান্ড।