প্রতিশোধ নিতে সময় লেগেছে ৩০ মিনিট: যুক্তরাষ্ট্র

প্রতিশোধ নিতে সময় লেগেছে ৩০ মিনিট: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ

জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিকঘাঁটিতে হামলা চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যার প্রতিশোধ নিতে শনিবার ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এ দিনের হামলা সফল হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিমান হামলা চালানো হয়। এর মধ্যে বি-১ বোমারু বিমানও ছিল। এসব বিমানে ১২৫টিরও বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয়। ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।

এর আগে গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিকঘাঁটিতে ড্রোন হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীরা। ওই হামলার জন্য ইরান-সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করে আসছিল ওয়াশিংটন।

আর শনিবারের হামলাকে, জর্ডানে হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে জর্ডানে নিহত হওয়া সৈন্যদের দেহাবশেষ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, আমি আমেরিকান বাহিনীর ওপর হামলা সহ্য করব না। আমরা যুক্তরাষ্ট্র, আমাদের বাহিনী এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *