নভেম্বর ১৪, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
বলিউড ভাইজান সালমান খান। গত কয়েকটি ছবিতে সাফল্যের দেখা পাননি তিনি। ‘টাইগার ৩’কে বলা হচ্ছে তার কামব্যাক ফিল্ম। এ ছবি দিয়ে চেনা অ্যাকশনে বক্স অফিসে নিজের দাপট ফিরিয়ে নেওয়ার চেষ্টায় করছেন সাল্লু।
রবিবার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার সেই তুরুপের তাস, ‘টাইগার ৩’। ভারতের সাড়ে ৫ হাজার এবং আন্তর্জাতিক বাজারে ৩ হাজার ৪০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। সব অঞ্চল থেকেই মিলছে আশানুরূপ সাড়া।
দিওয়ালিতে মুক্তি পেয়ে মুক্তির প্রথম দিন ভারত জুড়ে আয় করেছে ৪৪.৫০ কোটি রুপি। এই সিনেমাই এখন সালমানের সবচেয়ে বড় ওপেনার। এর আগে ‘ভারত’ প্রথম দিন আয় করেছিল ৪২.৩০ কোটি। ‘প্রেম রতন ধন পায়ো’র প্রথম দিনের আয় ছিল ৪০.৩৫ কোটি রুপি।
২০১৭ সালের পর আবার বড় পর্দায় ফিরেছে ‘টাইগার।’ এই ছবিকে ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। তারই প্রতিফলন দেখা গেছে বক্স অফিসে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’।
সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচলনা করেছেন মনীশ শর্মা। এ ছবিতে ‘পাঠান চরিত্রে দেখা গেছে শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার’-এর ‘কবির’ চরিত্রে দেখা মিলেছে হৃতিকেরও।