অক্টোবর ১৪, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং ওমানের মধ্যে প্রথম যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিট, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ওমানের নৌ বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে।
ইরানের সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, ওমানের আয়োজনে ভারত মহাসাগরের উত্তরে এবং হরমুজ প্রণালীতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই মহড়া ইরান এবং ওমানের যৌথ সামরিক মহড়ায় মূলত সাগরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে ইরানের জামারান ডেস্ট্রয়ার ও ক্ষেপণাস্ত্রবাহী অত্যাধুনিক যুদ্ধ জাহাজসহ কয়েকটি নৌযান অংশ নেয়। সেইসঙ্গে ওমানের নৌযানও এতে অংশ নেয় এবং নৌবাহিনীর বিমান ইউনিট সহযোগিতা করে।
বিভিন্ন সূত্র বলছে, এবারের মহড়ায় ইরান সাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা স্পষ্ট ভাবে তুলে ধরেছে।
সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় দিক থেকে ওমান ও ইরানের মধ্যে অনেক মিল রয়েছে। বহু বছর ধরেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।