অক্টোবর ৭, ২০২৩ ৮:৫৭ পূর্বাহ্ণ
বড়পর্দায় আসার এক সপ্তাহ আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বিশ্বব্যাপী একশ মিলিয়ন ছাড়িয়ে গেছে জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ নামের কনসার্ট ফিল্ম। সিনেমাটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এএমসি থিয়েটারস বিষয়টি নিশ্চিত করেছে।
শিল্প বিশেষজ্ঞদের মতে, মুক্তির পর ‘ইরাস ট্যুর’ উদ্বোধনী সপ্তাহান্তে শুধু উত্তর আমেরিকাতেই একশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। যদি এমনটি হয় তাহলে এটি একটি কনসার্টকেন্দ্রিক সিনেমার জন্য অভূতপূর্ব ব্যবসা।
২০২৩ সালে মাত্র পাঁচটি সিনেমা ‘বার্বি’ (১৬২ মিলিয়ন ডলার), ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ (১৪৬ মিলিয়ন ডলার), ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ (১২০ মিলিয়ন ডলার), গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’ (১১৮ মিলিয়ন ডলার) এবং ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’ (১০৬ মিলিয়ন ডলার) ঘরোয়া অভিষেকের মধ্যে কমপক্ষে একশ মিলিয়ন ডলার উপার্জন করেছে।
এদিকে সুইফটের এই কনসার্ট সিনেমার অগ্রিম টিকিট বিক্রির ধারাই সিনেমা বিশ্লেষকদের এমন প্রত্যাশা দিয়েছে। কারণ এটি উত্তর আমেরিকায় এক দিনের ছাব্বিশ মিলিয়ন ডলার টিকিট বিক্রির রেকর্ড স্থাপন করেছে, যা আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’র (১৬ মিলিয়ন ডলার) ছিল।