অক্টোবর ৩০, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ
প্রতারণা করে ১৫ লাখ ইউয়ান হাতিয়ে নেওয়ার দায়ে থাইল্যান্ডে পালিয়ে যাওয়া এক চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। থাই ইমিগ্রেশন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
৩০ বছর বয়সি অভিযুক্ত ওই নারীর নাম শিই। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ‘ফ্লাইট অ্যাটেন্ডেন্ট’ পদে চাকরির প্রলোভন দেখিয়ে ছয় জনের কাছ থেকে ১৫ লাখ ইউয়ান (২ লাখ ১০ হাজার মার্কিন ডলার) টাকা নিয়েছেন তিনি। পরে তাদের টাকা আর ফেরত দেননি।
নিজেকে রক্ষার জন্য চীন থেকে পালিয়ে থাইল্যান্ডে গিয়ে আত্মগোপনে ছিলেন শিই। কয়েকবার নিজের চেহারার প্লাস্টিক সার্জারি করেও শেষ রক্ষা হলো না তার। গত ৭ অক্টোবর থাই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালের শেষের দিকে ১৫ দিনের টুরিজম ভিসা নিয়ে চীন থেকে থাইল্যান্ডে যান শিই। এরপর আর দেশে ফেরত যাননি। তার বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা থাকায় বেশ কয়েকবার চেহারার প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি।
ব্যাংককের একটি ফ্ল্যাটে থাকতেন ওই নারী। সেখানকার স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়, ৩০ বছর বয়সি ওই নারী প্রায়ই মুখ ঢেকে মুখোশ পরে থাকতেন।
ইমিগ্রেশন অফিসাররা এ খবর জানতে পেরে তার ফ্ল্যাটের নিচে যান। তখন তিনি একটি খাবার ডেলিভারি নিতে নিচে আসেন। এ সময় তার পাসপোর্ট চেক করার অনুরোধ করে পুলিশ তাকে আটক করে।