ফল চিবিয়ে নাকি রস করে খাবেন, উপকারিতা কোনটি?

ফল চিবিয়ে নাকি রস করে খাবেন, উপকারিতা কোনটি?

স্বাস্থ্য

জানুয়ারি ২৬, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ

ছোট থেকে বড়; প্রায় সবাই ফল খেতে পছন্দ করেন। কিন্তু অনেকে আবার ফল চিবিয়ে খাওয়ার পরিবর্তে জুস হিসেবেই খেতে বেশি পছন্দ করেন। ফল কিংবা ফলের রস যেভাবেই খান না কেন এতে পুষ্টিগুণে কোনো পার্থক্য নেই, এমনটাই ভাবেন বেশিরভাগ মানুষ। আসলেই কি তাই?

সানফ্রান্সিসকো উপসাগর অঞ্চলে অবস্থিত বিশ্বের সেরা দশে থাকা শিশুদের হাসপাতাল ‘স্ট্যানফোর্ড মেডিসিন চিলড্রেন হেলথ’এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফল খাওয়ার উপকারিতা অনেক।

কিন্তু ফলের রস করে খাওয়ার কোনো উপকারিতা নেই। খেতে সুস্বাদু হলেও ভিটামিনের চেয়ে অপকারিতায় বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ফলের রস খাওয়ার নিয়মিত অভ্যাস ধীরে ধীরে বাড়িয়ে তোলে স্বাস্থ্য ঝুঁকি। রক্তে গ্লুকোজ বাড়ার পাশাপাশি বাড়তে শুরু করে ওজনও। যা মস্তিষ্ক, হৃদযন্ত্রসহ নানা জটিল রোগের কারণ।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফলের রস শরীরের জন্য ঝুঁকি তৈরি করলেও ফল খাওয়ার কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই।

বরং ওজন নিয়ন্ত্রণে থাকে। চিবিয়ে খাওয়ার ফলে মুখের আকৃতি সুন্দর থাকে। কাটা ফলে ফাইবার অক্ষত থাকে এ কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও সমাধান পাওয়া যায় ফল চিবিয়ে খাওয়ার অভ্যাসে।

তাই সুস্বাস্থ্য নিশ্চিতে আজই ঠিক করুন ফল চিবিয়ে নাকি ফলকে রস করে খাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *