সেপ্টেম্বর ১, ২০২৪ ৯:১৫ পূর্বাহ্ণ
অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
শনিবার লেবানিজ মিডিয়া আল-মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর নতুন এ আক্রমণের পর অধিকৃত উত্তর ফিলিস্তিনের আল-জলিলে সতর্কতা সাইরেন শোনা গেছে।
ইসরাইলি সূত্র জানায়, শনিবার হিজবুল্লাহর ড্রোন হামলার পর কিরিয়াত শমোনায় সাইরেন শোনা গিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি গণমাধ্যম এসবাও। জানিয়েছে, উত্তর ফিলিস্তিনের আল-জলিল অঞ্চলের কাফফার গিলাদি এলাকায় একটি ড্রোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে দখলদার শাসকের আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরাইলি সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে।
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস গত বছরের ৭ অক্টোবর দখলদার সরকারের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর, অবরুদ্ধ গাজায় নৃশংস আগ্রাসন শুরু করে ইসরাইল।
দখলদার সরকার ঘনবসতিপূর্ণ এ ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে এবং সেখানে বসবাসকারী ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি বন্ধ করে দিয়েছে।
সেই সঙ্গে ইসরাইলি বাহিনীর নৃশংস আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজার ৬৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: মেহের নিউজ