মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি ও নিরাপত্তা বাড়াতে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে। ‘ইউজারনেম ও পিন’ নামের ফিচাটির ব্যবহারকারীদের ফোন নম্বর অজানা ব্যক্তিদের কাছে লুকানোর সুযোগ দেবে।
এ নতুন ফিচার প্রাইভেসি বাড়াতে সহায়ক হলেও যারা এরই মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ লিস্টে রয়েছেন, তারা এখনো ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন। ফিচারটির মূল উদ্দেশ্য হলো অজানা ব্যক্তিদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজ ও কল থেকে ব্যবহারকারীদের রক্ষা করা।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজারনেম অ্যান্ড পিন ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে পরীক্ষা করছে। এটি শিগ্গির সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মোচন করা হবে বলে জানা গেছে।