নভেম্বর ২২, ২০২৪ ৬:৩৮ পূর্বাহ্ণ
বাংলাদেশে মানবাধিকার অক্ষুণ্ন থাকুক-এমনটাই যুক্তরাষ্ট্র দেখতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মানবাধিকার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়ে যে বক্তব্য দিয়েছে সে বিষয়ে কোনো তথ্য বা পর্যবেক্ষণ রয়েছে কিনা? এ নিয়ে কোনো উদ্বেগ রয়েছে কিনা।
জবাবে মিলার বলেন, আমি এমন কোনো বিবৃতি আদৌ দেখিনি। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, সিনিয়র নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর সাম্প্রতিক হামলাসহ সারা দেশে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা বৃদ্ধির প্রবণতাকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার, আইনি সুরক্ষার বৃহৎ পরিসরে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
মিলার জবাবে বলেন, বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে আগের সরকারে আমাদের যে নীতি ছিল, এ সরকারের জন্য সেই একই নীতি বহাল রয়েছে। আর সেটা হচ্ছে আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণের মানবাধিকার অক্ষুণ্ন রয়েছে। ব্যস।
পরিশেষে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, প্রতিবেদনে জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী? জবাবে মিলার বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না।