অক্টোবর ১৬, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
প্রথমবারের মতো ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনছে ওয়ানপ্লাস। ‘ওয়ানপ্লাস ওপেন’ নামের মডেলটি আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভারতের মুম্বাইয়ে লঞ্চ করা হবে ডিভাইসটি। এর মাধ্যমেই স্যামসাং, মোটোরোলা মতো ফোল্ডেবল যুগে যুক্ত হলো ওয়ানপ্লাস।
‘ওয়ানপ্লাস ওপেন’-এ ৭ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফোনের বাইরের দ্বিতীয় ডিসপ্লেটির সাইজ ৬ দশমিক ২ ইঞ্চি। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনের সঙ্গে বাজারে রিলিজ হবে।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮জেন২। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে এলপিডিডিআর৫এক্স এবং স্টোরেজ হিসেবে থাকছে ইউএফএস ৪.০।
স্মার্টফোনটিতে তিনটি ক্যামেরা আছে। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ও আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। টেলিফটো ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। এরই মধ্যে ফোনটির গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ওয়ানপ্লাসের দাবি এটি সহজেই মাল্টিটাস্কিং করতে পারবে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের জন্য ৪ হাজার ৮০৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।