বাসে অগ্নিসংযোগ বন্ধে ডিএমপি কমিশনারের ১০ নির্দেশনা

বাসে অগ্নিসংযোগ বন্ধে ডিএমপি কমিশনারের ১০ নির্দেশনা

স্লাইড জাতীয়

নভেম্বর ১৩, ২০২৩ ৯:০৭ পূর্বাহ্ণ

যাত্রীবাহী ও খালি বাসে অগ্নিসংযোগ বন্ধে রাজধানীর প্রতিটি স্টপেজে বাস ও যাত্রীদের ছবি তুলে রাখাসহ বেশকিছু নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার ডিএমপি সদর দফতরে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো-
১. স্টপেজগুলোতে বাসের এবং যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২. স্টপেজ ছাড়া যাত্রী ওঠা-নামা করা যাবে না।

৩. কন্ডাক্টর যাত্রীদের সচেতন করবেন।

৪. রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. ড্রাইভার ও হেলপার কখনোই একই সঙ্গে বাস রেখে খেতে বা বিশ্রামে যাবেন না।

৬. নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার রয়েছে।

৭. হেলপার ও অতিরিক্ত ব্যক্তি ছাড়া ড্রাইভারকে একা বাস চালাতে দেওয়া যাবে না।

৮. রাতে বাসে বা পরিবহনের মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে।

৯. বাসের দুই দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে।

১০. মালিকপক্ষ থেকে ড্রাইভার ও হেলপারদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে এবং যাত্রীদের জন্য বাসে সর্তকর্তামূলক স্টিকার লাগিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *