বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যে ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ।
রোবাবার ধানমন্ডি থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। কার্যালায়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মীর জড়ো হয়েছেন। বেলা গড়াতেই নেতা-কর্মীদের সংখ্যা আরো বাড়তে থাকে।
মহানগর দক্ষিণের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। সহিংস পরিস্থিতি সৃষ্টি করে দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। তারা জানমালের ক্ষতি করতে চায়। তার বিপরীতে দেজনগণের জানমাল রক্ষায় বিএনপি-জামায়াতের চলমান সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে মাঠে সরব অবস্থানে রয়েছেন সংগঠনের সহ সভাপতি হেদায়াতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আক্তার হোসেন, আইন সম্পাদক জগলুর কবির, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। এছাড়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদও উপস্থিত রয়েছেন।