বিশ্বকাপে আম্পায়ারিংয়ে বিষয়ে যা বললেন শরফুদ্দৌলা

বিশ্বকাপে আম্পায়ারিংয়ে বিষয়ে যা বললেন শরফুদ্দৌলা

খেলা

অক্টোবর ২, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। এরই মধ্যে আসরে সবগুলো ম্যাচের জন্য আম্পায়ার ও রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। মোট ১৬ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির পরিচলনা করবেন এবারের আসর।  সেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। এর আগে চলতি বছর অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। এ ছাড়া, মোট পাঁচ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা ম্যাচ দিয়ে প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়াবেন শরফুদৌল্লা। এরপর ১৫ অক্টোবর দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ৪৫  বছর বয়সী শরফুদৌল্লা।

এ বিষয়ে শরফুদ্দৌলা জানান, ‘টেস্ট ক্রিকেট খেলা শুরুর পর একটা ধারণা ছিল যে, আম্পায়াররা বিদেশ থেকে আসবেন, আমরা শুধু খেলবো। এই ধারণায় পরিবর্তন এসেছে। আমাদের এখন কয়েকজন আন্তর্জাতিক আম্পায়ার আছেন। আশা করবো, আরও আম্পায়ার তৈরি হবে। তারা শুধু বিশ্বকাপ নয়, আরও অনেক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *