বাংলাদেশ-শ্রীলংকা টি-২০ সিরিজ দিয়ে ২০২৪ সালের আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু করছে বাংলাদেশ দল। আজ থেকে এই সিরিজ শুরু হবে। যার মাধ্যমে নাজমুল হোসেন শান্তর যুগে প্রবেশ করছে দেশের ক্রিকেট।
শান্তর অধিনায়কত্ব শুরুর আগে জাতীয় দলের সদস্যদের ‘দ্য টাইগার্স কোড’ নামে একটি করে বই দেয়া হচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগছে কি আছে ওই বই তে? বইটিতে বেশ জনপ্রিয় একটি উক্তি আছে, যা প্রায় সবারই জানা; ‘ব্যক্তির চেয়ে দল বড়’।
‘দ্য টাইগার্স কোড’ নাম বইটিতে মূলত বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি কেমন হবে, কীভাবে ক্রিকেটাররা একটা আদর্শ দল হয়ে খেলতে পারবে এসব উল্লেখ করা হয়েছে। সবকিছুর উর্ধ্বে দলীয় বিশ্বস্ততাকে প্রাধান্য দেওয়াই টাইগার্স কোডের মূল কথা।
রোববার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ড্রেসিংরুমে এমনটাই বারবার বলতে চাইলেন তাসকিন আহমেদ। তিনি আরও শোনালেন, পরবর্তী প্রজন্মকে ভালো একটা দলীয় সংস্কৃতি দেয়ার জন্যেই শান্ত, তাসকিনদের এই ভাবনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় দলের সবাইকে উদ্দেশ্য করে তাসকিন আহমেদ যা বললেন, ‘এই টাইগার্স কোড বইটার মধ্যে আমরা কিভাবে আমদের টিমকে গোছাতে পারি, আমাদের কালচার কেমন হবে, আমরা একে অপরের সঙ্গে কিভাবে থাকতে চাই।’
এরপর তিনি বলেন, ‘টিম ফার্স্ট যে ব্যাপারটা, সবকিছুর উর্ধ্বে দল। এর জন্যে একে অপরের সঙ্গে কিভাবে থাকা উচিত। এইটা শুধু বই হিসাবে মনে না করে আমরা চাই এই জিনিসটা আমাদের মনের মধ্যেও থাকুক।’
তাসকিন আরও বলেন, ‘এই বাংলাদেশ দল তো আজীবনের জন্য, আমরা যদি কালচার পরিবর্তন করে একধাপ এগিয়ে দিয়ে যায় পরবর্তী প্রজন্ম আরও ভালো কিছু করবে। এই ‘দ্য টাইগার্স কোড’ অনেক গুরুত্বপূর্ণ।’
সংবিধানের মতো গুরুত্ব বহন না করলেও ‘দ্য টাইগার্স কোড’কে বাংলাদেশ ক্রিকেটের অলিখিত সংবিধান বলা যায়।