শান্তনু কায়সারের ‍বিরুদ্ধে দেওয়ানবাগী পীরের মুরিদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ব্লগার শান্তনু কায়সারের ‍বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আইন-আদালত স্লাইড

মে ৭, ২০১৮ ৯:১৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : ব্লগার আবু কায়সার ওরফে শান্তনু কায়সারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মতিঝিল থানায় দায়ের করা এই মামলায় ইসলামিক পীর দেওয়ানবাগীর বিরুদ্ধে ভিডিও তৈরি করায় আবু কায়সারকে আসামি করা হয়েছে।

মামলাটি করেছেন, দেওয়ানবাগী পীরের মুরিদ আবু হাসনাত।

আবু হাসনাতের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, আমাদের পীরের বিরুদ্ধে নানা প্রকারের কু মন্তব্য করা হয়েছে। কায়সার সাহেব আমাদের পীরকে ভন্ড হিসেবে দেখিয়েছেন। যেটি মোটেও গ্রহণযোগ্য নয়। আমরা মুরিদ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। অতিসত্তর শান্তনু কায়সারকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো এখন সময়ের দাবি।

এ বিষয়ে ব্লগার শান্তনু কায়সার বলেন, আমি যা বলেছি এবং যা দেখিয়েছি, সবই প্রমাণসহ দেখিয়েছি। দেশে ভণ্ড হুজুরের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। আমাদের সকলের উচিত, এসব ভণ্ড হুজুরদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। দেশ ও জনগণের কল্যাণে এটি এখন প্রয়োজন।

উল্লেখ্য, আবু কায়সার বাংলাদেশের একজন জনপ্রিয় ব্লগার এবং সাংবাদিক। এর আগেও দেশের সমসাময়িক বিষয় নিয়ে তিনি সোচ্চার ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক পরিচিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *