ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৯:০০ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন সোহেল মিয়া নামে এক যুবক।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সোহেল একই এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে জমির রাস্তা নিয়ে রোকন উদ্দিন মিয়ার পরিবারের সঙ্গে চাচা আবুল কাশেম মিয়ার ছেলে খলিল মিয়া, মাঈনউদ্দিন ও আলমগীরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোকন মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে সোহেল মিয়াকে আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজান মিয়া মারধর করেন। এতে সোহেল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।