ডিসেম্বর ২৯, ২০২৩ ৯:৫৬ পূর্বাহ্ণ
ভারত ও পাকিস্তানের মধ্যে চোরাচালান কয়েক দশক ধরে চলে আসছে। তবে ড্রোনের মাধ্যমে সীমান্ত পার করে পাকিস্তান থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ গত কয়েক মাসে বেশ জোরালো হয়েছে।
২০১৯ সালে পাঞ্জাব রাজ্যে (ভারত-পাকিস্তান সীমান্ত) প্রথম ড্রোন দেখা গিয়েছিল। ড্রোনগুলো পাকিস্তান থেকে মাদক পাচারের প্রধান পদ্ধতি হয়ে উঠেছে।
বিএসএফের ইন্সপেক্টর জেনারেল অতুল ফুলজেলে বলেছেন, ২০২৩ সালে রাজ্যে প্রায় ৬০ শতাংশ মাদক চোরাচালানের জন্য ড্রোন দায়ী ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, আমরা মাদক পাচারকারী ড্রোন শনাক্ত করতে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ব্যবহার করছি। আগামী বছরের মধ্যে এই ড্রোন হুমকিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদী।