নভেম্বর ১২, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
চার দলের সিরিজে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি সারতেই প্রতিবেশী দেশটিতে সফরে গেছে টাইগার যুবারা। এই সফরের জন্য ঘোষিত দলে সুযোগ পেয়েছেন ১৫ ক্রিকেটার। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে আরও ৭ ক্রিকেটার।
ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য চার দলের সিরিজে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভারতের দুটি বয়সভিত্তিক দল ও ইংল্যান্ডের যুবারা অংশ নেবে। শনিবার (১১ নভেম্বর) ভিজয়ওয়ারা শহরে পৌঁছায় বাংলাদেশের যুবারা। এই সফর প্রায় তিন সপ্তাহ দীর্ঘস্থায়ী হবে।
নিজেদের প্রথম ম্যাচে সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লড়বে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে। পরের পাঁচ ম্যাচে ১৫, ১৭, ২০, ২২ ও ২৪ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২৭ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, আহরার আমিন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, রিজান হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিকি, মোহাম্মদ রাফি উজ্জামান, মোহাম্মদ রোহানাত দৌল্লাহ বর্ষণ, মোহাম্মদ ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আশরাফুল হাসান, জিহাদুল হক জিহাদ, মোহাম্মদ একান্ত শেখ, তানভির আহমেদ, মোহাম্মদ শাহরিয়া আল আমিন।