‘মনে হলো আমি চীনেই আছি’, কেন বললেন মাহাথির মোহাম্মদ?

‘মনে হলো আমি চীনেই আছি’, কেন বললেন মাহাথির মোহাম্মদ?

আন্তর্জাতিক

নভেম্বর ২০, ২০২৪ ৫:৫১ পূর্বাহ্ণ

কুয়ালালামপুরের একটি নতুন শপিংমলে চীনা ভাষায় সাইনবোর্ড দেখে ক্ষুব্ধ হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। এ নিয়ে সোমবার (১৮ নভেম্বর) এক এক্স পোস্টে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ ঝাড়েন তিনি।

এক্স পোস্টে মাহাথির মোহাম্মদ লেখেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, বিশেষ করে নতুন নতুন শপিংমলগুলোতে পরিদর্শনের সময় তিনি বড় করে চীনা ভাষায় লেখা সাইনবোর্ডের কয়েকটি শপিংমল দেখেছেন। এগুলো দেখে তার মনে হয়েছে তিনি যেন চীনেই আছেন।

ড. মাহাথির খুচরা বিক্রেতাদের লাগানো সাইনবোর্ডে মালয়দের অবহেলার সমালোচনা করে বলেন, সব সাইনবোর্ড চীনা ভাষায় ইংরেজি অনুবাদসহ, মালয় ভাষায় কিছুই লেখা নেই। কিন্তু আমাদের জাতীয় ভাষা মালয়। সাইনবোর্ডগুলোতে চীনা অক্ষরের ব্যবহার ঠিক আছে, তবে এটি ছোট অক্ষরের অনুবাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।

বিজ্ঞাপন (ফেডারেল অঞ্চল) উপ-আইন ১৯৮২, উপ-আইন ৩ (১) এর অধীনে, সমস্ত বিজ্ঞাপন অবশ্যই জাতীয় ভাষায় হতে হবে, তবে অন্যান্য ভাষাও থাকতে পারে।

ড. মাহাথির জাতীয় ভাষা হিসেবে বাহাসা মালয়েশিয়াকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *